মৌসুমী মম’র কবিতা


সে কি জানে
মৌসুমী মম

মনে জাগে ভয়
কেন সে রয়
হৃদয় অন্তরালে?

মরানদী মরাস্রোতে
কেন এলে ভাসতে
দিক্ দিগন্তের পথে
ভালবাসায় রাঙাতে?

শশ্বান ঘাটের এক টুকরো কাঠ
ফসলহীন শূণ্য চৌচির মাঠ
খরস্রোতা নদী বুকে আসে না মাঝি
কি আশায় সন্ধ্যা মালতি সাজি?

খোলা চুল ওড়ে না দক্ষিণা হাওয়ায়
হাসে না মেঘমুলুকের পাহাড়
কাটে জীবন করে লড়াই
থাকি তোমার মায়ায়।

তরঙ্গে তরঙ্গে নাচে আঁখিজল
প্রভাতের বাঁশি লুটায় অঙ্গে
স্বপ্নঅন্ঞ্চলা ছন্দহীন ছন্দে
বাঁধিব অন্তর বিজনে।

উদ্দাম উন্মাদ শিহরিত অঙ্গ
তোমার কন্ঠস্বরে কোন সে বিহরে
মন চেয়ে থাকে অন্তহীন তানে
প্রশ্ন শুধু সে কি জানে!


শর্টলিংকঃ