যেভাবে শিডিউল ইমেইল পাঠাবেন


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

জিমেইলের শিডিউল মেইল ফিচারটি তাদের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মোচন করেছে গুগল। তিনটি চমকপ্রদ ফিচারের পাশাপাশি শিডিউল ফিচারটিও দারুণ কাজের।

শিডিউল ইমেইল পাঠানোর পর্যায়ক্রমিক ধাপসমূহ-

১. প্রথমে আপনার ওয়েব ব্রাউজারের সহায়তায় mail.google.com এ যান।

২. আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট চালু করুন।

৩. এরপর নতুন একটি ইমেইল লেখার জন্য উইন্ডোর বামে উপরের দিকে থাকা Compose অপশনে ক্লিক করুন।

৪. New Message উইন্ডোটি চালু হলে নির্ধারিত বক্সে ইমেইল ঠিকানা, বিষয়, দরকারী বার্তা, প্রয়োজনীয় অ্যাটাচমেন্ট (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি প্রদান করুন।

৫. এবার ইমেইল তথ্য তৈরি হয়ে গেলে সরাসরি Send বাটন না চেপে এর ডান কোণায় থাক ড্রপ ডাউন আইকনে ক্লিক করুন।

৬. সেখানে আসা schedule send এ ক্লিক করুন।

৭. ছোট একটি উইন্ডো আসলে এবার আপনি ইমেইলটি কোন তারিখে কোন সময় পাঠাতে চান সেটি নির্ধারণ করুন। এক্ষেত্রে আগে থেকে শিডিউল করা সময় সিলেক্ট না করে নিচে থাকা Pick date & time অপশন থেকে তারিখ ও সময় নির্ধারণ করুন।

ইমেইলটি শিডিউল করা হয়ে গেলে তা scheduled বিভাগে অর্ন্তভূক্ত হবে এবং পেইজের নিচে বাম দিকে পপ আপ হিসেবে দেখাবে। আপনি চাইলে সেখানে ক্লিক করে সেটি বাতিল করতে পারেন।

সেক্ষেত্রে বাতিলকৃত ইমেইলটি মেসেজ উইন্ডোতে প্রদর্শন করে ড্রাফট অপশনে সংরক্ষিত থাকবে।


শর্টলিংকঃ