রাকসু ভোটের আগে পরিবেশ পরিষদ চায় ছাত্রমৈত্রী


রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যাল কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূর্বে পরিবেশ পরিষদ গঠন ও আবাসিক হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপনসহ ১০ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে রাকসু সংলাপ কমিটির সঙ্গে বৈঠকে তারা এ দাবি জানান।

ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের সঙ্গে রাকসু সংলাপ কমিটির বৈঠক।

আশির দশকে রাবি ক্যাম্পাসে একক আধিপত্য বজায় রাখা এ ছাত্র সংগঠনটির বর্তমান নেতৃত্বের অন্য দাবিগুলো হলো- ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, বিশেষ কোনও সংগঠনকে সুবিধা প্রদান না করা, রাজনৈতিকভাবে বির্তকিত নয়; এমন শিক্ষকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা।

এছাড়াও ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া, নির্বাচনকালীন এবং পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের পুলিশি হয়রানি বন্ধ করা, ছাত্র সংগঠনগুলোর জন্য নিরাপদ পরিবেশ তৈরি, অনিবন্ধিত রাজনৈতিক দলের ছাত্রসংগঠনগুলোকে নির্বাচনের বাইরে রাখার দাবি জানান তারা।

সংলাপ কমিটি সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে প্রক্টর দফতরে সংলাপ শুরু হয়। এতে ছাত্রমৈত্রীর পক্ষ থেকে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক জাকির হোসেন এবং প্রশসনের পক্ষ থেকে সংলাপ কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

প্রায় ঘণ্টাব্যাপী এই সংলাপে তারা রাকসু নির্বাচনের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেন । এসময়স সংলাপ কমিটির সদস্য সচিব আবু সাইদ মো. নাজমুল হায়দার, রাকসুর কোষাধ্যক্ষ মীর ইবনে ওয়াহিদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংলাপ কমিটির সঙ্গে ছাত্রমৈত্রীর রাবি শাখার নেতারা।

বৈঠক থেকে বের হয়ে ছাত্রমৈত্রীর আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘সুষ্ঠুভাবে রাকসু নির্বাচনের স্বার্থে সংলাপ কমিটির কাছে আমরা ১০ দফা দাবি জানিয়েছি। তারা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

সংলাপ কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, তাদের ১০ দফা দাবি মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা এবং নির্বাচনকালীন ও নির্বাচনপরবর্তী সময়ে শিক্ষার্থীদের যেন হয়রানি না করা হয় -এই দুটি দাবি ছাড়া বাকিগুলো ছাত্র ফেডারেশনের সঙ্গে মিল রয়েছে। আমরা বলেছি- ছবিসহ ভোটার তালিকার বিষয়টি আমরা ভেবে দেখবো। হয়রানি বিষয়টি পুলিশ রয়েছে তারা দেখবে।

প্রসঙ্গত, রাকসু নির্বাচন নিয়ে সংলাপে বসার জন্য ক্যাম্পাসের ক্রিয়াশীল ও নিবন্ধিত দশটি সংগঠন তাদের গঠনতন্ত্র জমা দেয়। এরই ধারাবাহিকতায় ছাত্র ফেডারেশনের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু হলো।

আগামী ১৭ ও ২০ ফেব্রুয়ারি যথাক্রমে বিপ্লবী ছাত্রমৈত্রী ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠকে কথা রয়েছে জানিয়েছেন প্রক্টর।


শর্টলিংকঃ