রাজশাহীতে আন্তর্জাতিক নদীবন্দর গড়ে তোলা হবে


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পদ্মাকে ঘিরে আন্তর্জাতিক নদীবন্দর  গড়ে তোলার হবে-এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।  তিনি বলেছেন, ‘পদ্মা নদীতে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ক্যাপিটাল ড্রেজিং করার পরিকল্পনা রয়েছে।  এটি হলে রাজশাহীতে আন্তর্জাতিক মানের নদীবন্দর করা সম্ভব হবে’।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন সিটি মেয়র লিটন

গত রোববার রাজশাহী সেনানিবাসে একটি অনুষ্ঠান শেষে এক আলাপচারিতায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই  তাঁর এই পরিকল্পনার কথা সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান  লিটনকে জানিয়েছেন।

আলাপকালে প্রধানমন্ত্রী  মেয়র লিটনের কাছে জানতে চান, ‘তোমার এখানে ড্রেজার আসেনি? উত্তরে মেয়র বলেন, হ্যাঁ আপা এসেছে। তখন প্রধানমন্ত্রী বলেন, আমিই ড্রেজার পাঠিয়েছি। ড্রেজিং কাজ শুরু হোক। আগামীতে পদ্মা নদীতে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ক্যাপিটাল ড্রেজিং করার পরিকল্পনা রয়েছে। তাহলে রাজশাহীতে আন্তর্জাতিক মানের নদীবন্দর করা সম্ভব হবে।

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী সিটি কর্পোরেশরনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমার দীর্ঘদিনের পরিকল্পনা রাজশাহীতে আন্তর্জাতিক নদীবন্দর গড়ে তোলা। রাজশাহীর পাশেই যেহেতু ভারত, তাই এখানে নদীবন্দর হলে ভারতে পণ্য আমদানি-রপ্তানি সহজ হবে। ফলে রাজশাহীতে শিল্পায়ন গড়ে তোলাও সহজ হবে।


শর্টলিংকঃ