রাজশাহীতে ১৬ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন বাতিল


নিজস্ব প্রতিবেদক:

উপজেলা নির্বাচনে  রাজশাহীর আট  উপজেলার ৭৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আব্দুল কাদের। যাচাই-বাছাই শেষে ৯০ প্রার্থীর মধ্যে  ১৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থীর মধ্যে ৫ জনের ও ভাইস চেয়ারম্যান পদে ৩৪ জনের মধ্যে ১১ জনের প্রার্থিতা  হয়েছে।

যাচাই-বাছাই শেষে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদের ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও চেয়ারম্যান পদে একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এর  আগে রাজশাহী ৮টি উপজেলায় মোট ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ছাড়াও স্বতন্ত্র হিসেবে বিএনপি তিনজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দেন।


শর্টলিংকঃ