রাজশাহী নগরীর আবর্জনা অপসারণে রাসিকের উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এই লক্ষ্যে সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১, ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ এবং কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে রাজশাহী বাইপাসস্থ ময়লা-আবর্জনা ভাগাড় পরির্দশন করেছেন।

ময়লার ভাগাড় পরিদর্শনে রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তারা।

পরিদর্শন শেষে কাউন্সিলর ও কর্মকর্তারা জানান, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পরপরই সিটি মেয়র এএইএচএম খায়রুজ্জামান লিটন নগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছেন। নগরীর বিভিন্ন ওয়ার্ডে এবং বাজারে ডাস্টবিন বিতরণ করেছেন। এর অংশ হিসেবে রাসিক কাউন্সিলর ও কর্মকর্তারা ভাগাড়টি পরির্দশন করতে যান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল সরকার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু,  নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) গোলাম মোর্শেদ প্রমুখ।


শর্টলিংকঃ