রাবিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার বিকেলে উপাচার্যের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান।

স্মারকলিপিতে ছাত্রদল উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ব্যাপক প্রাণহানি ঘটছে। যা অত্যন্ত বেদনাদায়ক। আইন থাকা সত্ত্বেও

অগ্নিকান্ডের শিকার ভবনগুলোতে পর্যাপ্ত পরিমাণ আগুন প্রতিরোধের সরঞ্জামাদি ছিলো না। যার ফলে প্রাণহানি ঘটেছে।
ছাত্রদল নেতৃবৃন্দের দাবি, রাবির বিভিন্ন অ্যাকাডেমিক, প্রশাসনিক ও হল ভবনে পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপণ সরঞ্জামাদির ব্যবস্থা নেই। সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থার পদক্ষেপ গ্রহণ করা হোক।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সুলতান আহমেদ রাহী, হাসানুর রহমান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাজারুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক জহুরুল ইসলাম প্রমূখ।


শর্টলিংকঃ