রাবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ১৯ ডিসেম্বর


রাবি প্রতিনিধি:
‘পলিমারিক উপাদান মুক্ত সবুজ ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সম্পৃক্তায়ণ’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন আগামী ১৯ ডিসেম্বর শুরু। মঙ্গলবার বিকেলে ইউনাইটেড নেশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইউনিস্যাব এর পদস্থ মহাসচিব আশিক মাহমুদ আমীর লিখিত বক্তব্যে জানান, আগামী ১৯ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে। ওই দিন দুপুর আড়াইটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

আন্তর্জাতিক ছায়া সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রসহ পাঁচটি কমিটিতে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে নির্দিষ্ট আলোচ্যসূচি অনুযায়ী চলমান আন্তর্জাতিক বিষয় ও সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবেন। কমিটিগুলো হচ্ছে- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি (এসসিবিএ), জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) এবং আন্তর্জাতিক প্রেস (আইপি)।

সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ৯টায় কমিটি সেশন শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। তৃতীয় দিন কমিটি সেশনের শেষে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি-তে আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । চতুর্থ দিন কমিটি সেশন শেষে সাধারণ পরিষদে রেজুলেশন পাশ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হবে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, অনুষ্ঠানে ইউনিস্যাব মান ২০১৯ এর মহাসচিব শাম্মী ওয়াদুদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস এবং ইউনিস্যাব বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান সৈয়দ শৈখ ইমতিয়াজ।


শর্টলিংকঃ