রাবিতে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত


রাবি সংবাদদাতা:

আন্তর্জাতিক শিক্ষা দিবসে রাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড লিংকআপের উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে একটি শিক্ষা সংক্রান্ত সচেতেনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্য জান্নাতুল যুথীর সঞ্চালনায় ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম বিল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হায়দার, নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ একরাম হোসেন, ওয়ার্ল্ড লিংকআপের সম্পাদক আসমা সুলতানা, সদস্য ফিরোজ হোসেন, হিয়া মুবাশ্বিরা, তানিয়া, শিশির জামান, সাগর হোসেন প্রমুখ।

স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড লিংকআপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষমাত্রা নিয়ে কাজ করে। তার মধ্যে অন্যতম কোয়ালিটি এডুকেশন। ক্যাম্পেইনে সংগঠনটির অন্যান্য টিমের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।#

 

প্রতিনিধি/আ.


শর্টলিংকঃ