রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার


রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছায়া জাতিসংঘ সংস্থা (আরইউমুনা) উদ্যোগে আগামী  বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে আঞ্চলিক ছায়া জাতিসংঘ সম্মেলন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মহাসচিব ইমরুল হাসান।

 

‘বিরোধিতা হ্রাসের মাধ্যমে মানব দক্ষতা বৃদ্ধি করে উন্নতি স্থাপন করা’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।

লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনটি আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে উদ্বোধন করা হবে। আগামী  শনিবার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান গ্যালারীতে সম্মেলনের সমপনী পর্ব অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে থাকছে ৫টি কমিটি। কমিটিগুলো হলো- জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, বাংলাদেশ বিষয়ক বিশেষ কমিটি ও আন্তর্জাতিক প্রেস। এবাবের সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩০টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম শান্তনুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ