সিংড়ায় বজ্রপাতে কৃষক নিহত


সিংড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলার শালমারা গ্রামে বজ্রপাতে আব্দুল মমিন আকন্দ (৩০) নামে এক কৃষক নিহত হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল ৩টার সময় বাড়ির পার্শ্বে মাঠের মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মমিন শালমারা গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।

ইটালি ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম জানান, কৃষক আব্দুল মমিন বাড়ির পার্শ্বে মাঠে কৃষি কাজ করছিলেন। এসময় আকাশে বজ্রসহ শিলাবৃষ্টি হতে দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় মকলেছুর রহমান জানান, বাড়ির লোকজন তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে জমির ধারে তাঁর লাশ পড়ে ছিলো, উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বজ্রপাতে তাঁর শরির ঝলসে গেছে।

বজ্রপাতে ঘটনাস্থলে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।  পরে বিষয়টি তাৎক্ষনিক ইউএনওকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সরকারী ভাবে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।


শর্টলিংকঃ