২০ বছর পর বাংলাদেশে আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী


ইউএনভি ডেস্ক:

২০ বছরের মধ্যে নেপালের কোনো পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি সোমবার ঢাকায় আসছেন। ২০ বছরের মধ্যে নেপালের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই হবে প্রথম দ্বিপক্ষীয় সফর।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি
নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকলেও তাদের মধ্যে বাণিজ্যসহ অন্য সহযোগিতা আসিয়ান বা ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক কম। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন গাওয়ালি। এ বৈঠকে বাণিজ্য, বিদ্যুৎ, কানেক্টিভিটি, বিনিয়োগসহ অন্যান্য সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

২০১৯ সালের নভেম্বরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপাল সফরে যান, যা ছিল বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির প্রথম কাঠমান্ডু সফর। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে এরই মধ্যে একটি ইচ্ছাপত্র (লেটার অব ইনট্যান্ট) কাঠমান্ডুকে হস্তান্তর করা হয়েছে।


শর্টলিংকঃ