আফগানিস্তানে কারাগারে আইএসের হামলায় নিহত ২১


ইউএনভি ডেস্কঃ

আফগানিস্তানের নানগারহার প্রদেশে কারাগারে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। গত রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত নিরাপত্তারক্ষীদের সঙ্গে আইএস জঙ্গিদের গোলাগুলি হয়। খবর বিবিসির।

রোববার সন্ধ্যায় কারাগারের প্রধান ফটকের সামনে প্রথমে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়।এরপরই নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় শতাধিক বন্দি কারাগার থেকে পালিয়ে গেছে।নানগারহার প্রদেশের সরকারি মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ানি জানিয়েছে, আইএসের হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন।

আহত হয়েছেন কমপক্ষে আরও ৪৩ জন।তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।কারাগারটিতে ১ হাজার ৭০০ কয়েদি ছিল। তবে, কয়েদিদের মুক্ত করতেই এ হামলা চালিয়েছে না অন্য কারণে আইএস ওই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার হয়নি। ঈদ উপলক্ষে তালেবানদের সঙ্গে তিন দিনের যে অস্ত্রবিরতির চুক্তি হয়েছে, তার মধ্যেই ওই হামলার ঘটনা ঘটেছে।


শর্টলিংকঃ