আবরার হত্যা ইস্যু নিয়ে ঐক্যফ্রন্ট হালে পানি পাবে না: হাছান মাহমুদ


‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ইস্যু সমাধান হয়ে গেছে’ মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘এ ইস্যু নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট মাঠে নেমে হালে পানি পাবে না।’

বৃহস্পতিবার সচিবালয়ে দেশে টেলিভিশনের ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন।

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

আবরার হত্যা নিয়ে ঐক্যফ্রন্টের কর্মসূচির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ঐক্যফ্রন্টের মধ্যে প্রচণ্ড অনৈক্য। আবরার ফাহাদের হত্যা নিয়ে একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। হত্যার পর সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব পদক্ষেপ নিয়েছে এগুলোতে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে।’

‘ঐক্যফ্রন্ট এ ইস্যুটা নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে’ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আবরার হত্যাকাণ্ডে প্রতিবাদের জন্য নয় বরং ইস্যুটি নিয়ে রাজনীতি করার স্বার্থেই এটি করার চেষ্টা করছে। অন্য কোনো কিছু নয়। তাদের কোনো একটা ইস্যুর প্রয়োজন, তারা তো কোনো ইস্যু পাচ্ছে না। সেজন্য কোনো একটা ইস্যুর মাধ্যমে তারা ঐক্য ধরে রাখার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘মূলত ঐক্যফ্রন্টের ঐক্য ধরে রাখার চেষ্টা চালানোর স্বার্থেই তারা এ সভার আহ্বান করেছে। অন্য কোনো কিছুর জন্য নয়। আমি ঐক্যফ্রন্টকে বলব, যে ইস্যুর সমাধান হয়ে গেছে, সেই ইস্যু নিয়ে মাঠে নেমে হালে পানি পাবেন না।’


শর্টলিংকঃ