ব্রণ ভরা মুখে মেকআপ করবেন যেভাবে


ত্বকে ব্রণ হওয়া খুব স্বাভাবিক ঘটনা। তবে অনেক সময় কোনো অনুষ্ঠানে যেতে ত্বকের ব্রণগুলোর জন্য মন খারাপ হয়ে যায়। মেকআপ করেই এই সমস্যার মুক্তি মিলতে পারে।

জেনে নিন কীভাবে:

. সাজের আগে ভালো করে মুখ ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার মেখে নিন

. এবার আঙুল দিয়ে চেপে চেপে প্রাইমার লাগিয়ে নিন

. ব্রণের দাগে ও চোখের চারপাশে কনসিলার দিয়ে মিশিয়ে দিন

. লিকুইড ফাউন্ডেশন লাগিয়ে সেট হওয়ার জন্য তিন মিনিট অপেক্ষা করুন

. ফেস পাউডার মুখের সঙ্গে মিলিয়ে দিন

. হালকা কোনো রঙের ব্লাশন বুলিয়ে নিন

. সব শেষে মেকআপ ফিনিশিং স্প্রে ব্যবহার করুন।

চোখ ও ঠোঁট সাজিয়ে নিন। এবার আয়নায় দেখুন তো, ব্রণ কি বোঝা যাচ্ছে একটুও? যাচ্ছে না বরং বেশ স্নিগ্ধ সুন্দর দেখাচ্ছে।

ঘরে ফিরে অবশ্যই ভালোভাবে মেকআপ তুলে নেবেন। আর সাজের জন্য ভালো কোম্পানির পণ্য ব্যবহার করুন।


শর্টলিংকঃ