ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে সদর উপজেলার মুক্তিযোদ্ধারা এ কর্মসূচি পালন করেন।

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন জেলা সদরের মুক্তিযোদ্ধারা।

মানববন্ধনে চলাকালে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু, অ্যাডভোকেট সাইফুল আলম বাবলু, আলী জব্বার, রফিকুল ইসলাম রফিক প্রমূখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের হত্যাকারী ও তাদের ইন্ধনদাতারা দেশের মঙ্গল চায় না। একজন মুক্তিযুদ্ধার এমন হত্যাকান্ড মেনে নেওয়া কষ্টসাধ্য। দেশকে স্বাধীন করা জন্য যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্বাধীনতার প্রায় ৫০ বছর পর তাকে নিজ বাড়ির পাশে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য এটা লজ্জাজনক।

এসময় তাঁরা মুক্তিযোদ্ধা সেলিম হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়ুন:  ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় মামলা

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রূপপুর বিবিসি বাজারসংলগ্ন এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে নিহত হন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম।

এ ঘটনার পরদিন ৭ ফেব্রুয়ারি রাতে নিহতের ছেলে তানভীর রহমান তন্ময় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।


শর্টলিংকঃ