উইকিপিডিয়া বন্ধ করল চীন


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

গুগল, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের পর চীনা ব্লকলিস্টে এবার যুক্ত হলো উইকিপিডিয়া। উইকিমিডিয়া ফাউন্ডেশনের বরাতে বিবিসি জানিয়েছে, গত এপ্রিলে দেশটিতে সব ভাষায় উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছে চীন।

 

প্রথমে শুধু চাইনিজ ভাষার উইকিপিডিয়া সংস্করণটি বন্ধ করা হয়। পরে একে একে সব ভাষায় উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়া হয়। যদিও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে উইকিমিডিয়াকে কোনো নোটিশ দেয়নি চীন সরকার।

এক বিবৃতিতে উইকিমিডিয়া ফাউন্ডেশন জানায়, “চীন থেকে উইকিপিডিয়ায় প্রবেশ করা যাচ্ছে না। অভ্যন্তরীণ ট্রাফিক রিপোর্ট বিশ্লেষণ করে বিষয়টি আমরা নিশ্চিত করছি।”

ইন্টারনেট-ভিত্তিক মুক্ত কোষ উইকিপিডিয়া বন্ধের ঘটনা চীনেই প্রথম নয়। ২০১৭ সালে তুরস্ক ও ভেনেজুয়েলায় বন্ধ করা হয়েছিল এই অনলাইন বিশ্বকোষ।


শর্টলিংকঃ