উবারের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট হলেন প্রভজিৎ সিং


ইউএনভি ডেস্ক:

উবারের ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রভজিৎ সিং। উবারের রাইড ব্যবসাকে এক নতুন ধাপে নিয়ে যেতে এবং বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। উবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


গত চার বছর ধরে প্রভজিৎ উবারের সঙ্গে কাজ করছেন এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উবারকে এই প্রতিযোগিতামূলক ও সুকৌশলী মার্কেটে নিচ থেক উচ্চতার শিখরে পৌঁছতে সাহায্য করেছে।

তিনি উবারের মূল টিমের একজন অন্যতম অংশ যে ভারতে বৈশ্বিক ব্যবসায়িক মডেল নিয়ে এসেছেন। বিভিন্ন নতুন শহরে উবার চালু করেছেন এবং অটো ও মটোরের মত সব সার্ভিসগুলো যুক্ত করেছেন যেগুলো পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হয়েছে।

উবারের সঙ্গে যুক্ত হওয়ার আগে প্রভ ম্যককিনসে ও কোং–এর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে কাজ করতেন। যেখানে তিনি বিভিন্ন আইকনিক কোম্পানিগুলোর ডিজিটাল বিজনেস কাঠামো বিশেষ করে আর্থিক ও ভোক্তা বিষয়ক ডিজিটাল বিজনেস কাঠামো দাঁড় করাতে সাহায্য করেছিলেন।

আইআইটি খড়গপুর থেকে প্রকৌশলে স্নাতক এবং আইআইএম আহমেদাবাদ থেকে ব্যবসা বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন প্রভ। তিনি ভারতের গুরুগ্রামে তার স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে বাস করেন।


শর্টলিংকঃ