কবুতরের ডিম চুরির দায়ে দিনমজুরকে কুপিয়ে হত্যা


ইউএনভি ডেস্ক:
বরিশাল নগরীর রূপাতলীর মাওলানা ভাষানী সড়ক এলাকায় কবুতরের ডিম চুরির অভিযোগে মো. মামুন মাতুব্বর (৪০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. রাব্বি (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

কবুতরের ডিম চুরির দায়ে দিনমজুরকে কুপিয়ে হত্যা

নিহত মো. মামুন মাতুব্বর নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী মাওলানা ভাষানী সড়ক এলাকার রাঢ়ি বাড়ি মসজিদ সংলগ্ন আলআমিন মৃধার বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর ছোট বিঘাই এলাকায়। আটক রাব্বি রূপাতলীর রাঢ়ি বাড়ি এলাকার রফিক মৃধার ছেলে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত মামুন ও রাব্বি পাশাপাশি বাড়িতে থাকতেন। রাব্বি তার বাড়িতে কবুতর পুষতেন। কিছুদিন আগে রাব্বির কবুতরের খাচা ভেঙে ডিম চুরি হয়। রাব্বি এজন্য মামুনকে দোষারোপ করে আসছিলেন।

এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।ওই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রাব্বি মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা মামুনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি নুরুল ইসলাম জানান, ঘটনার পর স্থানীয় জনতা রাব্বিকে ধরে পুলিশে সোপর্দ করেন। ময়নাতদন্তের জন্য মামুনের মৃতদেহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামুনের স্ত্রী মুন্নি বেগম বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জনান তিনি।


শর্টলিংকঃ