করোনায় আক্রান্ত এভারেস্ট বিজয়ী বাংলাদেশি ওয়াসফিয়া


ইউএনভি ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন। শনিবার নিজের ফেসবুক পেজে তিনি এ কথা জানান। বন্ধুর সাহায্য নিয়ে এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন ওয়াসফিয়া।

এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন
এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘হ্যাঁ, আমি কোভিড ১৯-এর সঙ্গে লড়াই করছি। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যেটা নিয়ে যুদ্ধ করছি তার কিছুটা ভাগ করে নেওয়ার জন্য বন্ধুর সহায়তায় এ পোস্ট করছি।’

তিনি আরো লিখেন, ‘কুসংস্কার ভাঙার আশা নিয়ে, ভুল ধারণা এবং ভুল তথ্য যা বিশ্ব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আমি আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, দেশের জনগণকে আঘাত করছে এ করোনা। মহামারি রোগটি দীর্ঘ হতে চলেছে। আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।’

আরও পড়ুনঃ ‘করোনা মোকাবিলায় প্রস্তুত স্কাউটের ২০ লাখ স্বেচ্ছাসেবী’

ওয়াসফিয়া বর্তমানে যুক্তরাষ্ট্র রয়েছেন। তিনি জানান, গত ১২ মার্চ লস অ্যাঞ্জেলসে একটি অনুষ্ঠানে গিয়ে করোনা ভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে। মৃত্যুও বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।


শর্টলিংকঃ