করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় পাবনায় বীজ বিতরন


নিজস্ব প্রতিবেদক, পাবনা :

করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কোন জমি যেন অনাবাদি না থাকে সেই লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করতে সভা-সমাবেশসহ কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীতে সংসদ সদস্য’র নিজ অর্থায়নে সদর উপজেলার ৬ শতাধীক ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাধ্যে এসব সবজি বীজ বিতরণ করা হয়। ব্যক্তিগত ভাবে সব সময় কৃষকদের পাশে থাকবার আশ্বাস দিয়ে বীজ বিতরনকালে সংসদ সদস্য বলেন, কৃষকদের যে কোন সমস্যায় সরকার সব সময় সাথে আছে। কারন কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের সঠিক ভাবে জমি চাষ করে ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে। মানুষকে বাঁচতে হলে দরকার খাদ্যের। তাই খাদ্যের যাতে সংকট দেখা না দেয় এজন্য এক ইঞ্চি জমিও ফাঁকা না রেখে সঠিক ভাবে চাষাবাদ করতে হবে।

উপসহকারী কৃষি অফিসার আবু সাঈদ শিখনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার উপ পরিচালক কৃষিবিদ আজাহার আলী, অতিরিক্ত উপ পরিচালক শামসুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার হাসান রশিদ হোসাইন, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, চাটমোহর উপজেলা কৃষি অফিসার এ এ মাসুম বিল্লাহ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মামুন,উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকিসহ অনেকে।

আরও পড়তে পারেন বরেন্দ্রের লাল মাটিতে হলুদ তরমুজের মুগ্ধতা


শর্টলিংকঃ