গভীর শ্রদ্ধায় শহীদ রিমুকে স্মরণ ইবি ছাত্রমৈত্রীর


ইবি প্রতিনিধি:
১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হাতে নিহত হয় মেধাবী ছাত্রনেতা জুবায়ের চৌধুরী রিমু। ছাত্রমৈত্রীর বিপ্লবী এ নেতার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ।নানা কর্মসূচীর মধ্যদিয়ে বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে দিবসটি। দিনটিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, মিছিল ও সমাবেশের আয়োজন করে শাখা ছাত্রমৈত্রী।

জানা যায়, দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় দলীয় টেন্ট থেকে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এরপর জুবায়ের চৌধুরী রিমু’র স্মরণে শহীদ মিনারের পাদদেশে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরাবতা পালন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রিমু বিদেহী আত্মার শান্তি কামনা করেন নেতাকর্মীরা। সেইসাথে তার হত্যার প্রতিবাদ জানিয়ে খুনিদের বিচার দাবি করেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুর রউফের নেতৃত্বে এসময় সহ-সভাপতি আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন ।


শর্টলিংকঃ