গুগল সার্চে নতুন ফিচার


ইউএনভি ডেস্ক:

নতুন একটি ফিচার নিয়ে এলো গুগল সার্চ। এখন থেকে পছন্দের মুভি ও টিভি শোর তালিকা গুগল সার্চের ‘ওয়াচলিস্ট’ -এ সংরক্ষণ করা যাবে। এনগ্যাজেট জানায়, গুগল তাদের মোবাইল সংস্করণে একটি নতুন কার্ড সংযুক্ত করেছে। এর মাধ্যমে টিভি সিরিজ এবং ফিল্মের টাইটেলগুলোকে ‘দেখা হয়েছে’ এবং ‘দেখা হবে’ অর্থাৎ ‘ওয়াচলিস্ট’ এবং ‘ওয়াচড’ এই দুটি তালিকায় বুকমার্ক করে রাখা যাবে।

google search

ধরা যাক, ব্যবহারকারী ইউটিউবে কোনও ভিডিও দেখলে কার্ডে ‘ওয়াচ নাউ’ নামে একটি বাটন আসবে। সঙ্গে এর মূল্য এবং লিংকও দেওয়া থাকবে। একইভাবে ব্যবহারকারী যদি সার্চে কোনও থিয়েটারের খোঁজ করে তাহলে ‘গেট টিকেটস’ নামে একটি বাটন আসবে যেখানে ক্লিক করলে ব্যবহারকারীকে শোটাইম ট্যাবে নিয়ে যাবে। আবার ওয়াচলিস্টে কোনও টাইটেল দিলে তার কভার আর্টটিসহ তালিকায় যুক্ত হয়ে যাবে। ব্যবহারকারী চাইলে পরে যেকোনও সময় সেটিকে আবারও দেখতে পারবে।

অল্প কিছুদিন হলো ফিচারটি গুগলে সংযুক্ত হয়েছে। সবাই এর একসেস না পেলেও ইতোমধ্যে অনেকেই ফিচারটি ব্যবহার শুরু করেছে বলে জানায় সংবাদমাধ্যমটি। ফিচারটি আপাতত শুধু অ্যান্ড্রয়েড ও আইওএসের গুগল অ্যাপে চালু করা হয়েছে।


শর্টলিংকঃ