গোদাগাড়ীতে নৌকা ডুবি, নিখোঁজ ১


নিজস্ব প্রতিনিধি, গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে একজন নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে ঝড়ের কবলে পড়ে ৭জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এসময় সকলকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে।

নিখোঁজ ব্যক্তির নাম জামিল উদ্দীন (৩৫)। তিনি গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভূবনপাড়া গ্রামের ফিরোজ ঘোষের ছেলে। সে দুধ নিয়ে গোদাগাড়ী সদরে আসছিলো।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, মঙ্গলবার দুপুর ১ টার দিকে ৭জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গোদাগাড়ী ভগমন্ত পুর হাটপাড়া খেয়া ঘাটে আসছিল। নদীর মাঝ পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয় লোকজন নৌকার মাঝিসহ ছয় যাত্রীকে উদ্ধার করলেও নৌকায় থাকা জামিল উদ্দীন (৩৫) নামে যাত্রী খুঁজে পাওয়া যায়নি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা জামিল উদ্দীনকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত জামিলকে উদ্ধার করা সম্ভব হয়নি।


শর্টলিংকঃ