চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত


ইউএনভি ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালী দক্ষিণ সরল এলাকায় র‍্যাবের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কুখ্যাত দুই ডাকাত সহোদর নিহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) দুপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়ার উপ-পরিচালক রইসুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করেন।


এদিকে র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাসুদ রহমান বলেন, ‘ওই দুই জলদস্যুর নাম জাফর মেম্বার(৪৮) এবং (২) খলিল আহম্মদ (৪৫)।’তিনি জানান, দুপুরে র‍্যাবের একটি টহল দল বাঁশখালী দক্ষিণ সরল এলাকায় গেলে, জলদস্যুরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থলে ওই দলের দুই সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিতে র‍্যাবের দুই সদস্যও আহত হন।

পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ আটটি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।


শর্টলিংকঃ