চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন


নাচোল প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্তরে উদ্বোধন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিষার আ.ফ.ম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, উপজেলা সমবায় অফিসার সুনীল কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আজহারুল ইসলাম প্রমূখ । কোরআন থেকে থেলোয়াত করেন উজিপুর গোলাবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ শরিফুল ইসলাম। ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় ১৬টি শিক্ষাপ্রতিষ্টান স্টল দিয়ে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার তুলে ধরেন। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রশ্নোত্তর ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 


শর্টলিংকঃ