চাঁপাই সীমান্তে ১২ লাখ টাকার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১২ লাখ টাকা মূল্যের ৪ হাজার পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ ৩ বুধবার (জুলাই) দুপুরে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার, পিএসসি সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,৫৩ ব্যাটালিয়নের অধীনস্থ ফতেপুর বিওপির একটি টহলদল সুবেদার মো. আবদুল খালেক এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৬/৫ এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার ১২ নং পাকা ইউনিয়নের ২০ রশিয়া নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা দেয়া দেয়া হয়েছে। চোরাচালানা ও মাদক প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে


শর্টলিংকঃ