ছারপোকা ব্লাড ব্যাংক অ্যাপসের যাত্রা শুরু


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২০১৬ সালে ছারপোকা ব্লাড ব্যাংক নামক একটি পেজের যাত্রা শুরু হয়। ফেসবুকভিত্তিক রক্তদান সেবার প্রায় ৩ বছরের দীর্ঘ পথচলা শেষে এবার তারা রক্তদান প্রক্রিয়াকে আরও সহজভাবে মানুষের হাতে পৌঁছে দিতে বাজারে ছেড়েছে তাদের ব্লাড ব্যাংক অ্যাপ।

ছারপোকা ব্লাড ব্যাংক নামে এই অ্যাপটি বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত অ্যাপ। এতে রয়েছে এমন কিছু ফিচার, যা বাংলাদেশের ব্লাড ব্যাংক অ্যাপসগুলোয় আগে কখনো ব্যবহৃত হয়নি।

জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনে এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই রোগীর নিকটবর্তী এলাকার রক্তদাতাকে খুঁজে পাওয়া সম্ভব। সঙ্গে পাওয়া যাবে ডোনারের মোবাইল নম্বর। খুব সহজেই যে কেউ ব্যবহার করতে পারবেন এই অ্যাপটি, কোনো প্রকার ঝামেলা ছাড়াই।

ছারপোকা ব্লাড ব্যাংক দেশের সব ডোনারকে এক প্লাটফর্মে এনে দাঁড় করানোর ব্যবস্থা করেছে, এমনটাই মনে করছেন ছারপোকার পরিচালক কাজী নিপু।


শর্টলিংকঃ