টুঙ্গিপাড়া যেতে চান মোদি


ইউএনভি ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মোমেন জানিয়েছেন, বাংলাদেশ সফরকালে ভারতীয় প্রধানমন্ত্রী আগামী ২৬ মার্চ টুঙ্গিপাড়া যেতে পারেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত। এটা অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। সবকিছু সঠিকভাবেই এগুচ্ছে। তিনি (মোদি) টুঙ্গিপাড়া যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। ২৬ মার্চ যেতে পারেন।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষির্কী অনুষ্ঠান উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মার্চ মাসে ঢাকা আসছেন। আর তাকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার শীর্ষ বৈঠকটি আগামী ২৭ মার্চ হতে পারে।


শর্টলিংকঃ