তৃণমূল আ’লীগের কমিটি হবে আরো শক্তিশালী : এনামুল এমপি 


বাগমারা প্রতিনিধি:
রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, দেশের উন্নয়ন ধারা অব্যাহত রেখেছে আ’লীগ সরকার। বাংলাদেশ আ’লীগের আগামী দলীয় কাউন্সিল যে কমিটি তৈরি হবে সেটা হবে আরো শক্তিশালী। স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন করা হবে নেতৃত্ব। স্বাধীনতা বিরোধী কোন অপশক্তিকে আ’লীগের নেতৃত্বে ঠাঁই দেয়া হবে না।

যারা বিগত নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার বিপক্ষে কাজ করেছেন তারা কাউন্সিল ঘিরে আবারো স্বক্রিয় হয়ে উঠেছে। কেন্দ্রীয় কাউন্সিলের আদলে অনুষ্ঠিত হবে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা আ’লীগের দলীয় সকল কাউন্সিল।  বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন, কোন প্রলোভনে পড়ে দলীয় নেতৃবৃন্দ ব্যতীত কেউ যেন দলে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। দেশের উন্নয়ন কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব। উন্নত বাগমারা গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের আপামর জনগোষ্ঠির উন্নয়নে সকল নির্বাচনে নৌকায় বিজয়ে কাাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড. ইব্রাহীম হোসেন, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, মেয়র আব্দুুল মালেক মন্ডল

উপজেলা আ’লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, কার্যকরী কমিটির সদস্য অধ্যক্ষ হাতেম আলী, আলী হাসান

লুৎফর রহমান, সোলাইমান আলী হিরু, জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান বুলবুল, হাচেন আলী, বকুল খরাদী, উপাধ্যক্ষ আব্দুল বারী, আকবর আলী, লোকমান আলী, সুলতানা ইয়াসমিন ফরিদা, জেলা আ’লীগের সদস্য জাহানারা বেগম, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহার আলী, আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, সরদার জান মোহাম্মদ, তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম প্রমুখ।

উক্ত সভায় উপজেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মরহুম সাঈদ আলীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সেই সাথে ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ব্যাপি দল এবং দলের বাহিরে যে শুদ্ধি অভিযান পরিচালিত করছেন সেটাকে স্বাগত জানানো হয়েছে। চলমান শুদ্ধি অভিযান যেন অব্যাহত থাকে সে মন্তব্য ব্যক্ত করা হয় উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সভায়।


শর্টলিংকঃ