নওগাঁয় সৌদি বাদশার ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :

সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজের মানবসেবী সংস্থা কিং সালমান রিলিফ হিউমানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের উদ্যোগে নওগাঁয় ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। কেএস রিলিফ প্রকল্পের আওতায় প্রাইম হজ্ব গ্রুপের তত্ত্বাবধানে আজ (২৩মে) বৃহস্পতিবার বিকেলে শহরের হাট নওগাঁ ঈদগাহে ৩৫০ জন রোজাদারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।


সংশ্লিষ্টরা জানান, ত্রানের প্রতি প্যাকেটে রয়েছে চাল, চিনি, ভোজ্যতেল, লবনসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় ৩০ কেজি দ্রব্য। ত্রান সামগ্রী পাওয়ার পর ওই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ অত্যন্ত আনন্দের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যুবরাজ কিং সালমান  ও সৌদি সরকারের প্রতি বিশেষ শুকরিয়া জ্ঞাপন করেন।

এ সময় দাতা সংস্থার সিনিয়র কর্মকর্তা ওমর মাহাদী ওয়াদি, হাসান বিন আলী রওকাইলি, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, প্রাইম হজ্ব গ্রুপের মালিক মাওলানা মুফতী রাশেদ ইলিয়াস, পরিচালক আলহাজ্ব মেরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ