নতুন অর্থবছরে রেলখাতে পাচ্ছে ৬৩ কোটি টাকা বেশি বরাদ্দ


ইউএনভি ডেস্ক:

গতবছরের চেয়ে বরাদ্দ বৃদ্ধি করে রেলখাতে নতুন অর্থবছর ২০২০-২০২১ এর প্রস্তাবিত বাজেটে ১৬ হাজার ৩২৬ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। এর ফলে রেলখাতকে আরও এগিয়ে নেয়ার প্রত্যাশাও বেড়েছে।

এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বাজেট ছিল ১৬ হাজার ২৬৩ কোটি টাকা। ফলে নতুন অর্থবছরে রেলখাতে ৬৩ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে স্থবির দেশের অর্থনীতি। এ পরিস্থিতিতে টিকে থাকা ও অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশা সামনে রেখে আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের শিরোনাম-‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’।


শর্টলিংকঃ