নাইজেরিয়ায় ধর্ষককে খোজাকরণ আইন পাস


ইউএনভি ডেস্ক:

ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন পাস করেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার কাদুনা রাজ্য। এখন থেকে সেখানে ধর্ষণের দায়ে কেউ দোষী সাব্যস্ত হলে শাস্তি হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে তাকে খোজাকরণ করা হবে। শুধু তাই নয়, কেউ যদি শিশু ও ১৪ বছরের কম বয়সী কাউকে ধর্ষণ করে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাদুনা রাজ্যের গভর্নর নাসির আহমেদ এল রুফাই এমনই এক ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘শিশুদের ধর্ষণের মতো ভয়ানক অপরাধ থেকে বাঁচাতে এমন কঠিন শাস্তির বিধান করার কোনো বিকল্প নেই। এটা প্রয়োজন ছিল।

মহামারি করোনাভাইরাসের এই লকডাউনের সময়ে নাইজেরিয়ার ধর্ষণের হার আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল। সে কারণে সরকার বেশ সমালোচনার শিকার হচ্ছিল। হচ্ছিল আন্দোলনও। তাই সরকার বাধ্য হয়েছে ধর্ষণের বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান করতে।

অবশ্য নাইজেরিয়ার কাদুনা রাজ্যে ধর্ষণের কঠিন শাস্তি আগে থেকেই ছিল। রাজ্যটিতে আগে প্রাপ্তবয়স্ক নারীদের ধর্ষণের শাস্তি ছিল ২১ বছরের কারাদণ্ড। আর সংখ্যালঘুদের ধর্ষণের শাস্তি ছিল যাবজ্জীবন।


শর্টলিংকঃ