নাচোলের সিংরইল কালভার্টটি এখন মরণ ফাঁদ


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
ভারী বর্ষণের ফলে রাস্তা ভেঙে পড়ায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফতেপুর ইউপির সিংরইল-নাচোল রাস্তার সিংরইলের কালভার্টটি মরণফাঁদে পরিণত হয়েছে। কালভার্টটির অবস্থান নাচোল-ফতেপুর সড়কে।


কালভার্টটি ভেঙে যাওয়ায় প্রায় সপ্তাহখানেক যাবৎ যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ সড়ক দিয়ে যাতায়াতকারীরা। ফতেপপুর ইউনিয়ন পরিষদসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান মল্লিকপুর হাটে যেতে হয় যাতায়াতকারীদের। তবে বেশি ভোগান্তিতে পড়েছেন নাচোল সদরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীসহ পেশাজীবীরা।

সিংরইল গ্রামের মতিউর রহমান জানান, পাশের খাঁড়ির পানির চাপে কালভার্টের একপাশের রাস্তা ভেঙে পড়েছে। ফলে কালভার্টটি দিয়ে ভারী যানবাহনসহ অটোরিকশা ও অটোভ্যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে এ সড়কের পাশে বসবাসকারীরা চরম বিপাকে পড়েছেন। নাচোল যেতে হলে এখন হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এছাড়াও চলতি বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন স্থানে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, এ সড়ক দিয়ে নাচোলবাসীকে যেমন ফতেপুর ইউনিয়ন পরিষদসহ মল্লিকপুর যেতে হয় তেমনি মল্লিকপুর-ফতেপুর-পাহাড়পুরবাসীদেরও এ সড়ক দিয়ে নাচোলে যেতে হয়। তবে বেশি ভোগান্তি পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। তিনি জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

সংশ্লিষ্টদের তথ্যমতে,গোপালপুর-সিংরইল সড়কটি ২০১৩-১৪ অর্থবছরে বিএমডিএর তত্ত্বাবধানে তৈরি করা হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তুপক্ষের নাচোল জোনের সহকারী প্রকৌশলী শাহ মন্জুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলে, কালভার্টটির বিষয়ে জেনেছি। তবে ফান্ডে টাকা না থাকায় আপাতত মেরামত করা সম্ভব হচ্ছে না।

বিষয়টি নিয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আপাতত জনসাধণের চলাচলের সার্থে কালভার্টটি সঙ্কার করা হবে।


শর্টলিংকঃ