নাচোলে করোনা সংক্রমণ রোধে গণবিজ্ঞপ্তি


নাচোল প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সম্প্রতি বৈশ্মিক মহামারি করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করেছেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। আজ বৃহস্পতিবার নাচোল উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে তিনি করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে উপজেলার হাট-বাজার, পার্ক, বিপনিবিতান, মার্কেট, খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, ও প্রাইভেট হোম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা প্রদান করেছেন।

ঘোষণায় তিনি আরো উল্লেখ করেছেন যে, বিনা করণে বাড়ির বাইরে না যাওয়া, করমর্দন/কোলাকুলি থেকে বিরত থাকা, ঘনঘন সাবান পানি দিয়ে হাত পরিস্কার করা ও মাস্ক ব্যবহার করার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

এছাড়া সম্প্রতি বিদেশ থেকে কারো আত্মীয়-স্বজন বাড়ি ফিরলে ওই ব্যক্তিকে কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে অবস্থানের নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা উপজেলার সকল নাগরিকের নিকট করোনা প্রতিরোধ বিষয়ক অনুশাসন মেনে চলার আহ্বান জানান। তাঁর নির্বাহী আদেশ অমান্য করলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।

 


শর্টলিংকঃ