নিয়ন্ত্রণ হারিয়ে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ফুটপাতে


ইউএনভি ডেস্ক:
নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লাবাহী একটি গাড়ি (ঢাকা মেট্রো-ব-২৯৮৯) আইল্যান্ড ভেঙে ফুটপাত পেরিয়ে ভবনের দেয়ালে গিয়ে ঠেকেছে।

নিয়ন্ত্রণ হারিয়ে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ফুটপাতে

রোববার (১৭ মে) সকাল সোয়া ১০টার দিকে তেজগাঁও ফ্লাইওভারের বিজয় সরণির কাছাকাছি লেনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের শেরে বাংলা নগরের সহকারী কমিশনার আবুল হাসান।

তিনি বলেন, ফ্লাইওভার থেকে নেমে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ব্রেক ফেল করে আইল্যান্ডের ওপরে উঠে যায়। পরে রোড বেরিয়ার ভেঙে পাশ্ববর্তী ভবনে গিয়ে ধাক্কা খেয়ে আটকে যায়। তবে এতে কেউ হতাহত হননি।

সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত সার্জেন্ট সুলতান জানান, দুর্ঘটনার পর পুলিশের র‌্যাকার গাড়ির সহযোগিতায় ময়লার গাড়িটি সরিয়ে নেয়া হয়েছে।


শর্টলিংকঃ