নেতিবাচক রিপোর্ট থাকা অনলাইন বন্ধ করে দেওয়া হবে : তথ্যমন্ত্রী


ইউএনভি ডেস্ক:

যেসব অনলাইনের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট আছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার (২২ জুলাই) তিনি এসব কথা বলেন।

এর আগে জানানো হয়েছিল, অনলাইন নিউজ পোর্টালের রেজিস্ট্রেশন চলতি জুলাই মাসের মধ্যেই শুরু করা হবে। তখন তিনি বলেছিলেন, গত মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে যায়। আমরা ইতোমধ্যেই গোয়েন্দ সংস্থার প্রতিবেদন পেয়ে গেছি।

তাই আশা করছি, এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেয়া হবে। আর বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


শর্টলিংকঃ