পবা উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক:
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর পবা উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


পরে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান, জেলা প্রশাসক হামিদুল হক, জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাওগাতুল আলম, প্রধান প্রকৌশলী আশরাফুল হকসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ