পলান সরকারের জানাজা শনিবার


নিজস্ব প্রতিবেদক, বাঘা:

একুশে পদক জয়ী খ্যাতিমান বইপ্রেমী পলান সরকারের নামাজে জানাজা শনিবার (০২ মার্চ) অনুষ্ঠিত হবে। স্থানীয় বাউসা হারুন-অর-রশিদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

শুক্রবার (০১ মার্চ) দুপুরে তাঁর ছেলে ও ‘পলান সরকার পাঠাগার’ এর সাধারণ সম্পাদক মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (০১ মার্চ) দুপুর ১২টা ২০মিনিটে নিজ বাড়িতে মারা যান ‘আলোর ফেরিওয়ালা’ ও ‘সাদা মনের মানুষ’ খ্যাত পলান সরকার (ইন্নালিলাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।

এদিকে, পলান সরকারের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি গভীর শোক জানিয়েছেন। শোক বার্তায় প্রতিমন্ত্রী পলান সরকারের পরিবারের প্রতি সমবেদনা জানান।

অপরদিকে, পলান সরকারের মৃত্যুতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক তানজিমুল হক শোক জানিয়েছেণ। সাংবাদিক নেতৃবৃন্দ এক শোক বার্তায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দীন লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক সপ্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


শর্টলিংকঃ