পাঠানো মেইল বাতিল করবেন যেভাবে


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

অফিসের বসকে পাঠানোর জন্য জিমেইলে একটি বার্তা কম্পোজ করে সেন্ড বাটনে ক্লিক করলেন। তখনই আপনার মনে হলো মেইলে তথ্য ভুল লিখেছেন কিংবা ফাইল অ্যাটাচ করতে ভুলে গেছেন। এমন অবস্থায় অনেককেই পড়তে হয়। তবে কৌশল জানা থাকলে এ ধরনের সমস্যা এড়ানো যায়।

জিমেইল
ছবি : প্রতীকী

জিমেইলে রয়েছে আনডু সুবিধা। ভুলে সেন্ড বাটনে ক্লিক করলেও সর্বোচ্চ ত্রিশ সেকেন্ডের মধ্যে মেইলটি বাতিলের সুযোগ রয়েছে। কীভাবে ফিচারটি চালু করবেন তা এই টিপসে তুলে ধরা হলো।

প্রথমে, সুবিধাটি চালু করার জন্য প্রথমে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে জিমেইলে প্রবেশ করতে হবে।
তারপর জিমেইলের ডান পাশের উপরের কোণে থাকা সেটিংস আইকন বাটনে ক্লিক করে Settings পেইজে যেতে হবে।

এরপর সেখান থেকে General এ যেতে হবে। এরপর স্ক্রল করে Undo Send সেকশনে যেতে হবে।

সেখান থেকে Send Cancellation Period ড্রপ ডাউন মেনুতে গিয়ে ইমেইল বাতিল করার সময় হিসেবে ৫, ১০, ২০ অথবা ৩০ সেকেন্ড সিলেক্ট করতে হবে।
সবশেষে পেইজটির নিচে স্ক্রল করে ‘save changes’ বাটন চাপতে হবে।


শর্টলিংকঃ