পাবনায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত


পাবনা প্রতিনিধি:

“ দূর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি,টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় পালিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে পাবনা জেলা স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গত ১০ বছরের উন্নয়ন কাজের প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক কবীর মাহমুদ বিগত ১০ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড প্রতিবেদন উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে পাবনায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 


শর্টলিংকঃ