পাবনায় ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র আহত, চালক আটক


নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গুড়া:

পাবনার ভাঙ্গুড়ায় বেপরোয়া ট্রাকের চাপায় কাওছার আলী (১৬) নামে এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পৌর সদরের বেইলি ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকসহ চালক শ্রী অসিম চন্দ রায়কে আটক করেছে পুলিশ।

স্কুল ছাত্রকে ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়

আহত কাওছার উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ও ভাঙ্গুড়া বিজ্ঞান স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী জানান, কাওছার সকালে ভাঙ্গুড়া বাজার থেকে বেইলি ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে শরৎনগর বাজারে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে আসা বেপরোয়া গতিতে একটি (পাবনা-ট-১১-০৫৮৫) ট্রাক তাকে চাপা দেয়।

আটক চালক

এতে তার মাথায় গুরুতর জখম হয়। এসময় পথচারী এক মহিলা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এতে তার অবস্থা আশস্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পাবনা সদর হাসপাতালে রেফার্ড করে।

মুঠোফোনে পাবনা সদর হাসপাতাল থেকে আহত কাওছারের মা রজিনা খাতুন ছেলের বরাত নিয়ে জানান, সকালে আমার ছেলে ভাঙ্গুড়া বাজারে একটি টেইলার্স থেকে জামা নিয়ে রওনা দেয়। এসময় বেইলি ব্রিজের উপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ শরৎনগর বাজার কলেজ মোড় থেকে ঘাতক ট্রাকটি জব্দ সহ চালককে আটক করা হয়েছে। তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শর্টলিংকঃ