পিকনিকের বাস সেতুর রেলিং ভেঙে নিচে, আহত ৩৬


ইউএনভি ডেস্ক:

কক্সবাজারের রামু উপজেলায় পিকনিকের বাস সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে ৩৬ জন আহত হয়েছেন।

ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

তুলাতুল হাইওয়ে থানার ওসি মো. আবুল কালাম জানান, আহতদের মধ্যে খোরশেদ আলম (২০) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। খোরশেদ টাঙ্গাইলের বাসিন্দা। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি কালাম আহতদের বরাতে বলেন, সাব্বির এন্টারপ্রাইজ নামে পিকনিকের বাসটি ঢাকা থেকে আসছিল। শনিবার সকালে চালকের ভুলে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন বাইপাস মোড় থেকে আরাকান সড়কে ঢুকে পড়ে। কিছুদূর যাওয়ার পর সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে বাসের ৫৯ যাত্রীর মধ্যে ৩৬ জন কমবেশি আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ১৮ জনকে কক্সবাজার পাঠানো হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী বলেন, সকালের এ দুর্ঘটনায় আহত ১৮ জনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে খোরশেদ আলম নামের একজনের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ওসি কালাম আহতদের বরাতে বলেন, তারা ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ‘স্টুডেন্ট ওয়েব’ নামে একটি সংগঠনের ব্যানারে পিকনিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় যাত্রীরা অধিকাংশই ঘুমিয়ে ছিলেন।

“বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”


শর্টলিংকঃ