পুঠিয়ায় বিদেশ ফেরৎ ১৪৪ জন নিয়ম না মানায় একজনকে জরিমানা


পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় বিদেশ ফেরৎ ১৪৪ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন। নিয়ম অনুসারে হোম কোয়ারেন্টাইন না যাওয়ায় সদ্য দেশে আসা এক প্রবাসীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

দুবাই প্রবাসী মামুনুর রশিদ (৩৫)
দুবাই প্রবাসী মামুনুর রশিদ (৩৫)

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান। আদালত সে সময় ওই গ্রামের সদ্য দুবাই প্রবাসী মামুনুর রশিদ (৩৫) কে নিয়ম না মানায় ৫ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান বলেন, হোম কোয়ারেন্টাইন না মানায় সদ্য দেশে আসা একজন প্রবাসীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলায় সদ্য বিদেশ ফেরৎ মোট ১৪৪ জনের একটি প্রাথমিক তালিকা আমরা পেয়েছি। তালিকা গুলো যাচাই-বাচাই করতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা মেয়রকে বলা হয়েছে। তালিকায় যে সকল বিদেশ ফেরৎ লোকজন থাকবে তাদেরকে অব্যশই নির্দেশনা মেনে চলতে হবে। যারা এই নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।


শর্টলিংকঃ