প্রায় দু’হাজার পরিবারের মাঝে বিজিবি’র খাদ্যসহায়তা বিতরণ


নিজস্ব প্রতিবেদক :

করোনা পরিস্থিতিতে রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন বিজিবি। শুক্রবার  বিদ্যানন্দ ফাউন্ডেশন  থেকে পাওয়া ২,০০০ (দুই) হাজার পরিবারের জন্য প্রায় ২০মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, জেলার  সীমান্তবর্তী চারটি উপজেলার মধ্যে ত্রাণ বিতরণের অংশ হিসেবে শুক্রবার ইউসুফপুর, শাহাপুর, খরচাকা, চারঘাট বিকল্প বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৮০০ টি পরিবার, সোনাইকান্দি এলাকায় ৩০০টি পরিবার, আলাইপুর ১৫০টি পরিবার, মীরগঞ্জ ১০০টি পরিবার, সাহেবনগর ২৫০টি পরিবার এবং প্রেমতলী এলাকায় ১০০টি পরিবারসহ সর্বমোট এক হাজার সাতশত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

এসব খাদ্যসামগ্রঅ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সহকারী পরিচালক ও কোম্পানী/বিওপি কমান্ডাগণের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়।

 


শর্টলিংকঃ