বাগমারার সৈয়দপুরে লীলাযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান


বাগমারা প্রতিনিধি:

মানবকল্যাণ আর বিশ্ব শান্তিকল্পে রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর হরিতলা দিগরীয় মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে ১৬ প্রহর ব্যাপি লীলাযজ্ঞ অনুষ্ঠান। সোমবার রাতে উক্ত অনুষ্ঠান পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সৈয়দপুর দিগরীয় যজ্ঞানুষ্ঠান কমিটির সভাপতি শ্যামল কুমার সরকার, সাধারণ সম্পাদক অমর কুমার সরকার।

মাস্টার হীরেন্দ্রনাথ প্রামানিক, প্রভাষক অজিত কুমার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাস্টার আব্দুল মজিদ শেখ, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সজল, সহ-সভাপতি শাহরিয়া, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মাহাবুর রহমান, গনিপুর ইউুনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার প্রমুখ।

১৬ প্রহর ব্যাপি লীলাযজ্ঞ অনুষ্ঠানে চারটি দল লীলা কির্তন পরিবেশন করেন। এরা হলো ঢাকা গাজিপুরের কিশোর কুমার পাল, সাতক্ষীরার পারুল বালা দাসী, সাতক্ষীরার নব গৌরঙ্গ দাশ এবং সিরাজগঞ্জের মীনা রানী মোহন্ত। অনুষ্ঠানটি গত শনিবার শুরু হয়েছিল। সোমবার শেষ লীলাযঞ্জঅনুষ্ঠিত হয়। ভক্তবৃন্দের আগমনে উৎসব মুখর হয়ে উঠেছিল সৈয়দপুর হরিতলা দিগরীয় মন্দির প্রাঙ্গণ।

 


শর্টলিংকঃ