বাগমারায় গার্ল গাইড এসোসিয়েশনের মহা তাঁবু জলসার সমাপনি


বাগমারা প্রতিনিধি:

“এসো গাইড করি, সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে ঘিরে রাজশাহীর বাগমারায় শেষ হলো মহা তাঁবু জলসা অনুষ্ঠান। সোমবার বিকেলে উপজেলার চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিন ব্যাপি স্থানীয় ৭ম গার্ল গাইডের আয়োজন করেন বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন বাগমারা উপজেলা শাখা। মহা তাঁবু জলসায় উপজেলা ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন গার্ল গাইড অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় গার্ল গাইড কমিশনার, চাঁনপাড়া আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা খাতুন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম.মাহমুদ হাসান, ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, বাংলাদেশ গার্ল গাইড রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা, গার্ল গাইড আফিফা সুলতানা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জহুরুল ইসলাম সান্টু, মাস্টার আব্দুস সালাম খাঁন, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, বাংলাদেশ গার্ল গাইড রাজশাহী অঞ্চলের ট্রেজারার রোকেয়া দেওয়ান, টেনার দিলারা, বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন বাগমারা শাখার সাধারণ সম্পাদক সাহানাজ বেগম, ট্রেজারার নাসরিন আক্তার, গাইডার কহিনুর বানু প্রমুখ।


শর্টলিংকঃ