বাগমারায় গ্রেনেড হামলার ১৫ তম বার্ষিকী পালিত


বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় উপজেলা আ’লীগের উদ্যোগে ভয়াবহ গ্রেনেড হামলার ১৫ তম বার্ষিকী পালিত হয়েছে। ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫ তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে উপজেলা আ’লীগ ও অংগ সহযোগি সংগঠন।

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আ’লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। তাদের লক্ষ্য ছিলো জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুনিয়ার বুক থেকে চিরতরে শেষ করে দেয়া। সেই ঘটনায় শেখ হাসিনা প্রাণে বেচে গেলেও জীবন দিতে হয়েছিল ২৪ জন নেতা কর্মীকে।

বুধবার সকাল ৮ টায় সে সকল নেতাকর্মীদের স্মরণে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয়, দলীয় এবং শোক পতাকা উত্তোলন করেন আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা আ’লীগের সভাপতি, সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর।

আলোচনা শেষে বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ এবং গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


শর্টলিংকঃ