বাগমারায় বাসুবোয়ালিয়া গ্রামে ৭৬ বাড়িতে বিদ্যুতের উদ্বোধন


বাগমারা প্রতিনিধি:
“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানকে সামনে রেখে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর প্রচেষ্টায় উপজেলার গনিপুর ইউনিয়নের বাসুবোয়ালিয়া গ্রামে ৭৬ বাড়িতে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।


এ উপলক্ষে রবিবার বিকেলে বাসুবোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জেলা আ’লীগের সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

অনুষ্ঠানে প্রবীণ আ’লীগ নেতা ইচাহাক আলীর সভাপতিত্বে এবং ওয়ার্ড আ’লীগের সভাপতি রায়হান বাবুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ, গনিপুর ইউনিয়নে গত নির্বাচনে নৌকার প্রার্থী এস.এম. এনামুল হক, উপজেলা কৃষকলীগ নেতা মতিউর রহমান, আবুল কাশেম, কৃষকলীগ নেতা সাহেব আলী।

এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা জাহেদুর রহিম মিঠু, প্রভাষক সামসুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বাবু, ইউনিয়ন আ’লীগ নেতা সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন, নজরুল ইসলাম, মিজানুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি বাগমারা জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক নিয়ামুল ইসলাম সহ আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বাগমারা জোনাল অফিস সূত্রে জানাগেছে বাসুবোয়ালিয়া গ্রামে ১.১৬৯ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করতে ব্যয় হয়েছে ১৮ লাখ ৭০ হাজার ৪০০ টাকা। এর মাধ্যমে বাসুবোয়ালিয়া গ্রামে শতভাগ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হলো।


শর্টলিংকঃ