বাগমারায় বিসিডিএসের উদ্যোগে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত


বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রেজি: চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

 

 

ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিসিডিএস বাগমারা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।

বিসিডিএস বাগমারা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মির্জা আনোয়ারুল বাসেদ।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বিসিডিএস বাগমারা উপজেলা শাখার সহ-সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিসিডিএস রাজশাহী জেলা শাখার সাবেক সদস্য আলহাজ্ব আব্দুল বারী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার ২০০ জন খুচরা ও পাইকারী ঔষধ বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।

 


শর্টলিংকঃ